নানিয়ারচরে ইউপিডিএফ সদস্য নিহত

17

রাঙামাটি নানিয়ারচর সেনাবাহিনীর সাথে পাহাড়ের অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাঙামাটি-খাড়গাছড়ি সড়কের ১৯ মাইল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাজেক চাকমা (৩২) আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সক্রিয় সদস্য।
জানা গেছে, গতকাল সকালে নানিয়ারচর সেনা জোনের একদল সদস্য নিয়মিত টহলে বের হয়ে খাগড়াছড়ি সড়কের ১৯ মাইল এলাকার গহীন জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা সেনাটহলে গুলি ছুঁড়ে। তাৎক্ষণিক সেনাবাহিনীও পাল্টা গুলি ছুঁড়ে। এতে সাজেক চাকমা নামের ঐ সন্ত্রাসী নিহত হয়। পরে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী ১টি পিস্তল, ১টি এসএমজি ও ৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তবে গোলাগুলিতে সেনাসদস্যের কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ মো. সাব্বির রহমান জানান, রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের ১৯ মাইল এলাকায় সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত সন্ত্রাসীর নাম সাজেক চাকমা (৩২)। সে আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফের সক্রিয় সদস্য। লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইউপিডিএফ এর প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা।