নন্দনকানন একতা সংঘের সভা

4

 

মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে নগরীর ২২নং এনায়েত বাজার রানীরদিঘীর পাড়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী শীর্ষক আলোচনা সভার আয়োজন করে নন্দনকানন একতা সংঘ। গতকাল বিকেল ৪টায় সংগঠনের সহ-সভাপতি এম এ জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মিথুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। বিশেষ অতিথি কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজুল ইসলাম, মাহমুদুল করিম, আনোয়ার হোসেন পলাশ।
হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বিজয়ের সুবর্ণজয়ন্তীতে উন্নয়ন অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বে অদম্য বাংলাদেশ। এদেশে স্বাধীনতা এসেছে আওয়ামীলীগের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। আজ বিজয়ের ৫০ বছরে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আওয়ামীলীগের হাত ধরে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দুর্বার সাহসিকতায়। আসুন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে মহান মুক্তিযুদ্ধের চেতনার ঐক্যবদ্ধ জাতিসত্তা গড়ে তুলি। তবেই গড়ে উঠবে সমৃদ্ধির বাংলাদেশ।
এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দেলোয়ার হোসেন, হাসমত খান আতিফ, আহাদ হাসান জিসান, নাজিম উদ্দীন, রেজাউল করিম, সাফায়েত হোসেন রাজু, শুভ দাশ, রাকিব উদ্দীন, ইয়াসির আরাফাত রিকু, শুলব বড়ুয়া, রুবেল উদ্দীন, মো. তামিম, যুবরাজ দাশ, গোবিন্দ দত্ত, রাশেদুল ইসলাম, মো. জাহেদ অভি, নুর আলম, মো. আবিদ, রোবন প্রমুখ। বিজ্ঞপ্তি