নটিংহ্যামের ট্রেন্টব্রিজ তো ব্যাটসম্যানদেরই স্বর্গ

32

নটিংহ্যাম কিন্তু ব্যাটসম্যানদের স্বর্গ! ট্রেন্টব্রিজের পিচ বরাবরই উইলোবাজদের পয়োমন্ত. ভেন্যু। একদিনের ক্রিকেটের সবচেয়ে বড় রানের (৪৮১/৬) ইনিংসটি কিন্তু এই মাঠেই। এবং সেটা আবার স্বাগতিক ইংল্যান্ডের করা। ২০১৮ সালের ১৯ জুন নটিংহ্যামের এই ট্রেন্টব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই রানের পাহাড় গড়েছিল ইংলিশরা। সেটাই শেষ নয়।
তারও আগে ওয়ানডে ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৪৪/৩ রানের ইনিংসটিও এই ট্রেন্টব্রিজে। সেটাও ইংল্যান্ডের। সময়কাল ২০১৬ সালের ৩০ আগস্ট, প্রতিপক্ষ ছিল পাকিস্তান। আরও আছে। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে কোন দলের সর্বাধিক (স্বাগতিক ইংল্যান্ড) ৩৯১/৪ রানের ইনিংসটিও কিন্তু এই মাঠে (২০০৫ সালের ২১ জুন)। কাজেই ঐতিহ্যগতভাবেই নটিংহ্যামের ট্রেন্টব্রিজের উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। আর তাইতো টস জিতেই ব্যাটিং বেছে নিলেন অসেট্রলিয়ান অধিনায়ক অ্যারোন ফিঞ্চ। ১৯৭৪ সালে স্বাগতিক ইংল্যান্ড আর পাকিস্তানের ম্যাচ দিয়ে থেকে ওয়ানডে ভেন্যু হওয়া এই মাঠে আগের ৪৮ ওয়ানডেতে রান বন্যায়ই বয়ে গেছে। ৪৮ খেলায় এই মাঠে রান উঠেছে ১৩ হাজারেরও বেশি।