নগর যুবলীগের সম্মেলন সফল করতে ১২ নির্দেশনা

37

নিজস্ব প্রতিবেদক

নগর যুবলীগের সম্মেলন সফল করতে ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের প্রতিটিতে ২৫ জন করে কাউন্সিলর তালিকা তৈরিসহ ১২টি নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আগামী ১৮ মে এরমধ্যে কাউন্সিলর তালিকা তৈরি করতে হবে। গতকাল বৃহস্পতিবার রাতে দারুল ফজল মার্কেটে আয়োজিত প্রস্তুতি সভায় এ নির্দেশনা দেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক শেখ ফজলে নাঈম ও সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ। সম্মেলনের প্রস্তুতি হিসেবে উপ-কমিটি গঠনেরও নির্দেশনা দেয়া হয়েছে।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি শেখ ফজলে নাঈম বলেন, নগর সম্মেলনে অত্যন্ত সুন্দর ও স্বচ্ছতার ভিত্তিতেই করা হবে। পেছনের দরজা দিয়ে কেউ নেতা হতে পারবে না। চাঁদাবাজ, মাদকসেবীরা কমিটিতে আসতে পারবে না। সম্পূর্ণ ক্লিন ইমেজ আছে এমন নেতারাই কমিটিতে আসবে।
এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে আন্দরকিল্লা পার্টি অফিসে দক্ষিণ জেলা যুবলীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উত্তর জেলা যুবলীগের প্রস্তুতি সভা হয়। এরফাঁকে নগর যুবলীগের সম্মেলনের জন্য পলোগ্রাউন্ড মাঠ, কিং অব চিটাগং, জিইসি কনভেনশন সেন্টার, ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার পরিদর্শন করেন কেন্দ্রীয় দুই নেতা।
চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি টিপু সুলতান চৌধুরী বলেন, প্রায় ১৫ হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতিতে দক্ষিণ জেলার সম্মেলন হবে। সম্মেলনের ভেন্যু এখনো নির্ধারণ হয়নি। তবে নেতাকর্মীদের আসা-যাওয়ায় সুবিধা হয় এমন ভেন্যুতেই সম্মেলন হবে। এক্ষেত্রে আমরা কিছু প্রস্তাবনা দিয়েছি। দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় নেতাকর্মীরা উজ্জীবিত।
নগর যুবলীগের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকা বলেন, ‘দীর্ঘদিন পর সম্মেলন নিয়ে নেতাকর্মীরা খুব খুশি।মহানগর যুবলীগ মানেই সংগঠিত একটি ইউনিট। আমরা অতীতে বড় ধরনের সমাবেশ করেছি। যে কারণে এবারের সম্মেলনের প্রথম অধিবেশনে ২০ হাজার নেতাকর্মীর সমাগম ঘটানোর পরিকল্পনা করেছি। পাশাপাশি নেতারা যে সিদ্ধান্ত দিয়েছেন সেভাবে সকল প্রস্তুতি সম্পন্ন করবো। কেন্দ্রীয় নেতারা ভেন্যুও পরিদর্শন করেছেন। ভেন্যুর সিদ্ধান্ত পরে জানানো হবে।’
উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম বলেন, কেন্দ্রীয় নেতারা যেভাবেই সিদ্ধান্ত দিয়েছেন সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। উত্তর জেলায় সুন্দর সম্মেলন হবে বলে আশা করছি।