‘ধ্যান-সাধনা মানুষের চিত্তকে পরিশুদ্ধ করে’

16

 

রাউজানস্থ পূর্ব গুজরায় নবনির্মিত বনবিহার ও ধ্যান কেন্দ্রের দ্বিতল ভবন উৎসর্গ, থাইল্যান্ড হতে আনিত বুদ্ধ প্রতিবিম্ব প্রতিষ্ঠা, ভাবনা সমাপনী, অষ্ট পরিস্কারসহ মহতী সংঘদান ও সংবর্ধনা সভা নিরব সাধক জিনানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে বাপ্পি কুমার বড়ুয়া’র সঞ্চালনায় গত ১০ জুন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান জ্ঞাতী বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি মিথুন রশ্মি বড়ুয়া বলেন, বুদ্ধ শব্দের অর্থ বোধ বুঝার শক্তিটির পরিপূর্ণ বিকাশ। বোধ শক্তির এমন পূর্ণবিকাশ দ্বারা আপন পর সকলের জীবন প্রকৃত তাৎপর্য কি তা সঠিকভাবে বুঝতে পারা যায়।
উদ্দেশ্য লক্ষ্য কি হওয়া উচিত তা সঠিকভাবে বুঝতে চিত্তকে স্থির করতে হবে। ধ্যান-সাধনা মানুষের চিত্তকে পরিশুদ্ধ ও শৃঙ্খলায় আবদ্ধ রাখে। উক্ত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপিকা সুপ্রভা বড়ুয়া, ডা. দিবাকর বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, ব্যাংকার শুভ্রা বড়ুয়া, বাংলাদেশ মহিলা সমিতির সহ-সভাপতি মিসেস চন্দা বড়ুয়া, পঞ্চশীল প্রার্থনা করেন অসীতি রঞ্জন বড়ুয়া, ধর্মীয় ভাবগাম্ভীর্যের অনুষ্ঠানে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপ-সংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাস্থবির, জ্ঞাননিধি বুদ্ধরক্ষিত মহাস্থবির, বাংলাদেশ ভিক্ষু প্রশিক্ষণ ও সাধনা কেন্দ্রের পরিচালক ভদন্ত শাসন রক্ষিত মহাস্থবির, থাইল্যান্ড ব্যাংকক থেকে আগত ফ্রা এইচ মহীপাল থের, পূর্বগুজরা বনবিহার ও ধ্যান কেন্দ্রের পরিচালক বিদর্শনাচার্য পঞ্ঞাজীব ভিক্ষুকে সংবর্ধিত করা হয়। বিজ্ঞপ্তি