দেশে থেকে বিদেশি শিক্ষাক্রমে পড়ালেখা

24

বিদেশি শিক্ষার্থীদের জন্য বোস্টন ইউনিভার্সিটির ভার্চ্যুয়াল এডুকেশন-ইউএসএ একাডেমি কানেক্টস প্রোগ্রামে অংশ নিতে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস। ১৫-১৭ বছর বয়সী শিক্ষার্থীরা এ প্রোগ্রামে অংশ নিতে পারবে। সম্প্রতি ঢাকায় মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। দূতাবাসের বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে লেখাপড়ার স্বপ্ন দেখে, এমন ১৫-১৭ বছর বয়সী শিক্ষার্থীরা বোস্টন ইউনিভার্সিটির ভার্চ্যুয়াল এডুকেশন-ইউএসএ একাডেমি কানেক্টস প্রোগ্রামে অংশ নিতে আবেদন করতে পারবে। পাঁচ সপ্তাহের এ অনলাইন কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা তৈরি হবে। চলতি গ্রীষ্মে বোস্টন ইউনিভার্সিটি (বিইউ) ইংরেজি ভাষা ও নেতৃত্বের দক্ষতা-বিষয়ক প্রশিক্ষণ দেবে, জন এফ কেনেডি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে ভার্চ্যুয়াল ভ্রমণে নেবে। আবেদনের যোগ্যতা : শিক্ষার্থীর বয়স ১৫-১৮ বছরের মধ্যে হতে হবে। যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে আবেদন করার ইচ্ছা থাকতে হবে। প্রোগ্রামে যা থাকবে : ইংরেজি ভাষা ও নেতৃত্বের দক্ষতা-বিষয়ক প্রশিক্ষণ। বিইউতে ভর্তির আবেদন প্রক্রিয়া বিষয়ে বিশেষ উপস্থাপনা। জন এফ কেনেডি প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি অ্যান্ড মিউজিয়ামে ভার্চ্যুয়াল ভ্রমণ। ম্যাসাচুসেটসের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভার্চ্যুয়াল ভ্রমণ। শিক্ষাক্রম : প্রতি সোম ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এবং বুধবার সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অনলাইনে ক্লাস। আবেদন যেভাবে : বোস্টন ইউনিভার্সিটির এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে অঢ়ঢ়ষু ঘড়-িএ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় : আগামী ১৯ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।