দূষিত পানি অপসারণে উদ্ভাবনী প্রযুক্তি ইপিজেডে

16

পূর্বদেশ ডেস্ক

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিশ্বমানের প্রযুক্তির মাধ্যমে বর্জ্য নিষ্কাশন ও এখানকার দূষিত পানি পরিশোধন করছে চট্টগ্রাম ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট লিমিটেড (সিডাব্লিউটিপি)। কারখানার দূষিত পানির সঙ্গে সাধারণত ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, পটাসিয়াম ক্যাটেশন এবং কার্বনেট, হাইড্রোজেন কার্বনেটসহ বিভিন্ন ক্ষতিকর পদার্থের মিশ্রণ থাকে। ইপিজেডে গার্মেন্ট ও টেক্সটাইলের পাশাপাশি জুতা, গ্লোবস ও ওয়াশিং কারখানা আছে। সেখানকার পানি শোধন করতে বিশ্বমানের প্রযুক্তি ও কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম ওয়েস্ট ট্রিটমেন্ট প্লান্ট লিমিটেডের (সিডাব্লিউটিপি) প্রধান নির্বাহী (সিইও) মো. আরিফুল হক তালুকদার। তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিল্প-কারখানার শ্রমিকসহ দেশের মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে এই প্রকল্প নিয়ে কাজ শুরু করি। এই সিস্টেমের প্রধান কাজ দূষিত পানি শোধন করা, যার মাধ্যমে ইপিজেডের কারখানাগুলোর দূষিত পানি নির্দিষ্ট খাল থেকে নিয়ে শোধন করে সমুদ্রে ফেলি। ফিজিক্যাল, বায়োকেমিক্যাল এবং কেমিক্যাল-এই তিন স্তরে আধুনিক মেশিনের মাধ্যমে সব সময় পানি শোধনের মাত্রা দেখা যায়। এখানে সিঙ্গাপুরের ইয়ামোটো টেকনোলজি ব্যবহার করা হচ্ছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এবং ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) আমাদের কাজের মান পরীক্ষা করে সন্তোষজনক বলে সনদ দিয়েছে।’ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ-বেপজার দায়িত্বপ্রাপ্ত হিসেবে সিডাব্লিউটিপি ২০০৮ সালে এখানে তারা পরিবেশ ও কর্মীদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য সেন্ট্রাল ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট (সিইটিপি) বসানোর কাজ শুরু করে। আধুনিক প্রযুক্তি ও বিদেশি মেশিন এনে দেশে শুরু হয় আন্তর্জাতিক মানের পরিবেশ বাঁচানোর কাজ। ২০১২ সালে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক সেবা প্রদান শুরু করে। শুরু থেকে মাত্র পাঁচটি শিল্প-কারখানা এই সেবা গ্রহণের তালিকাভুক্ত ছিল।