দুরন্ত প্রত্যাবর্তনে বার্সাকে হারিয়ে সেমিতে পিএসজি

6

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ জিতে বেশ চনমনে মেজাজেই ছিল বার্সেলোনা। দ্বিতীয় লেগের শুরুর দিকেও পেয়ে যায় গোল। স্প্যানিশ জায়ান্টদের শেষ চারে যাওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার। তবে দুরন্ত প্রত্যাবর্তনে সেমিফাইনালের টিকিট কাটল পিএসজি। বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে মঙ্গলবার রাতে লুইস এনরিকের দল ৪-১ গোলে জয় পায়। দুই লেগ মিলিয়ে একটা পর্যায়ে ৪-২ গোলে পিছিয়ে পড়া পিএসজি শেষ পর্যন্ত ৬-৪ গোলের অগ্রগামিতায় সেমিতে পা দেয়।
খেলার ১২ মিনিটের মাথায় রাফিনহার গোলে বার্সা লিড পায়। তবে ডিফেন্ডার রোনাল্ড আরাউজো। ২৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে স্বাগতিকরা দশজনের দল হয়ে যায়। বিরতির আগে ৪০ মিনিটে পিএসজির হইয়ে সমতা টানেন উসমানে ডেম্বেলে।
৫৪ মিনিটে লিগ ওয়ান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ভিতিনহা। এরপর ৬১ মিনিটে স্পটকিকে ও ৮৯ মিনিটে বাঁ-পায়ের কিকে বল জালে জড়িয়ে ম্যাচে জোড়া গোলের দেখা পান কাইলিয়ান এমবাপে। এর মাঝে রেফারির সঙ্গে তর্কে জড়িয়ে কোচ জাভি হার্নান্দেজ ও এক স্টাফও লাল কার্ড পান। আরেক খেলায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোমাঞ্চকর লড়াই জিতে শেষ চারে পৌঁছেছে বরুশিয়া ডর্টমুন্ড।
প্রথম লেগে ২-১ গোলে হারের পর দ্বিতীয়টিতে জার্মান ক্লাবটি ৪-২ গোলের জয় পায়। বুন্দেসলিগার দলটি দুই লেগ মিলিয়ে ৫-৪ গোলের অগ্রগামিতায় সেমিতে পা রাখে।