দর্শকশূন্য মাঠে সেই আকর্ষণ থাকবে না : কোহলি

23

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ক্রীড়া বিশ্ব থমকে গেছে। পুনরায় কবে থেকে মাঠে খেলা গড়াবে তার কোনো নিশ্চয়তা নেই। সামনে অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি থাকলেও তা নিয়ে সাড়া মিলছে না। বিশেষজ্ঞদের মতে বিশ্বকাপসহ অন্যান্য ক্রিকেট সিরিজগুলো শুরু হলেও সেটি দর্শকশূন্য স্টেডিয়ামে হতে পারে। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি মনে করেন এমন অবস্থায় খেলা হলে রোমাঞ্চ থাকবে না।
ক্রিকেট শুরু না হলেও ইউরোপিয়ান অনেক ফুটবল লিগের অনুশীলন শুরু হয়েছে। ইতোমধ্যে বার্সেলোনা মাঠে নেমে পড়েছে। কিন্তু অজি ওপেনার ডেভিড ওয়ার্নার আবার জানিয়েছেন, পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়া কঠিন। তবে কোহলি দর্শকশূন্য স্টেডিয়ামের পক্ষে থাকলেও এমন ম্যাচে কতটুকু আকর্ষণ হবে সে ব্যাপারে তিনি সন্দিহান বলে এক সাক্ষাৎকারে জানান। তিনি বলেন, ‘মাঠে খেলা হয়তো শুরু হবে। তবে দর্শকদের সামনে খেলার যে মোহনীয়তা তা থাকবে কিনা জানি না।’