থিয়াগো সিলভার বাড়িতে দুর্ধর্ষ চুরি

49

ফ্রান্সের রাজধানী প্যারিস কি তাহলে ফুটবলারদের জন্য দুঃস্বপ্নের শহরে পরিণত হতে যাচ্ছে? গত মাসেই প্যারিস সেন্ট জার্মেইয়ের এক ফুটবলার এরিক ম্যাক্সিম চৌপো মোটিংয়ের বাড়িতে দুর্ধর্ষ চুরি হয়েছিল। নিশ্চিদ্র নিরাপত্তা ভেদ করে ডাকাতের দল প্রবেশ করেছিল এরিকের বাড়িতে এবং মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে গিয়েছিল চোরের দল। এরিক ম্যাক্সিম খুব বড় কিংবা পরিচিত ফুটবলার নন, এ কারণে ওই দুর্র্ধষ চুরির ঘটনা তেমন একটা জনসমক্ষে আসেনি। কিন্তু এবার যা ঘটলো, তাতে পুরো ফুটবল দুনিয়া কেন, পুরো ফ্রান্সের প্রশাসনের চক্ষু চড়কগাছ। ব্রাজিলিয়ান তারকা ফুটবলার, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অধিনায়ক এবং প্যারিস সেন্ট জার্মেইয়ের সেন্ট্রাল ডিফেন্ডার থিয়াগো সিলভার বাড়িতে একই কায়দায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রাতে যখন প্যারিসের পার্ক ডি প্রিন্সেসে ফরাসী লিগ ওয়ানে নান্তেসের বিপক্ষে খেলায় ব্যস্ত পিএসজি, তখনই শহরের সবচেয়ে নিরাপদ এবং অভিজাত এলাকায় এই চুরির ঘটনা ঘটলো। থিয়াগো সিলভার বাড়ি থেকে ১ মিলিয়ন ইউরো (প্রায় ১০ কোটি টাকার) মূল্যের জিনিস-পত্র চুরি করে নিয়ে যায়।