ঢাকা চারুকলায় শুরু হলো শিল্পী ফারজানা ইয়াসমিনের চিত্র প্রদর্শনী

40

পূর্বদেশ অনলাইন
শিল্পী ফারজানা ইয়াসমিনের ‘মিথ অব নেচার’ শিরোনামের একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে। গতকাল বুধবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে ৮ অগাস্ট। জয়নুল গ্যালারিতে প্রদর্শনীর সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ও সুপারনিউমারারি প্রফেসর ফরিদা জামান এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত মনোরঞ্জন ঘোষাল, দিল্লির পৃথিবী আর্টস অ্যান্ড কালচারাল সেন্টারের সভাপতি সঙ্গীতা গুপ্তা। প্রদর্শনীতে স্থান পেয়েছে ৪৫টি চিত্রকর্ম। অধ্যাপক আখতারুজ্জামান বলেন, “এই প্রদর্শনীতে এসে দেখলাম প্রথম ছবিটিই বঙ্গবন্ধুকে নিয়ে আঁকা। অগাস্ট মাসের দ্বিতীয় দিনে এই আয়োজনটি শুরু হয়েছে, এখানে বঙ্গবন্ধুর মতো প্রকৃতিপ্রেমীকে নিয়ে আঁকা এই চিত্রকর্মটিও আমি মনে করি সৃষ্টিশীল দৃষ্টিভঙ্গির প্রকাশ।” মানুষ প্রকৃতির মধ্যেই থাকবে উল্লেখ করে আখতারুজ্জামান বলেন, “আমরা যদি প্রকৃতি বান্ধব না হতে পারি, তবে আমাদের অস্তিত্বই নানা রকম সংকটে পড়বে। “মানুষ, প্রকৃতি আর শিল্প সৃষ্টির যখন সমন্বয়নঘটে তখন গড়ে ওঠে এক অসাম্প্রদায়িক, উদার আর মানবিক সমাজ; আর এরূপ একটি অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ও মানবিক সমাজ বিনির্মাণই ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা।” শিল্পী ফারজানা ইয়াসমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ‘ড্রইং অ্যান্ড পেইন্টিং’ বিষয়ে অনার্স (১৯৯২) এবং মাস্টার্স (১৯৯৩) লাভ করেন। তিনি বাংলাদেশসহ সুইডেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ফ্রান্স, নেপাল, ভুটান, ভারতে একক, গ্রুপ আর্ট এক্সিবিশন, আর্ট ক্যাম্প, ওপেন স্টুডিও, আর্টিস্ট টক, আর্টিস্ট রেসিডেন্সিসহ বিভিন্ন শৈল্পিক কার্যক্রমে অংশ নিয়েছেন। শিল্পী ফারজানা ইয়াসমিন অনুভূতি জানিয়ে বলেন, “একক প্রদর্শনী আয়োজন করা নানাভাবেই খুব জটিল একটি কাজ, ৪০/৫০টা ছবি একসঙ্গে বাছাই করে প্রদর্শনী করা। সেটি করতে পেরেছি আমার বন্ধু, সহকর্মীদের সহযোগিতায়। আমি সবার কাছে কৃতজ্ঞ। যে শিল্পীদের ছবি দেখে দেখে শিল্পী হওয়ার স্বপ্নটা দেখেছি আমি সেই শিল্পীদের ছবি সামনে থেকে দেখেছি, দেশ-বিদেশে সেসব দেখার অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধ করেছে।” তিনি আরও বলেন, “রঙ আমার সৃষ্টির হৃদয়ের স্পন্দন। আমার কাজের প্রতিটি অংশকে প্রাণবন্ততা এবং আবেগের সাথে যুক্ত করে এই রঙ। দূরের দিগন্তরেখা থেকে ছোট্ট ঘাসফুল কিংবা বিশাল হিমালয়- প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোই আমার শিল্পের প্রেরণা।” বিশেষ অতিথির বক্তব্যে ফরিদা জামান বলেন, “শিল্পী ফারজানা ইয়াসমিনের ‘মিথ অব নেচার’ প্রদর্শনীর শিল্পকর্মগুলোর অভিজ্ঞ কৌশল ও রঙের বিন্যাস আমার ভালো লেগেছে। স্বতঃস্ফূর্ত রঙের ব্যবহার ও বলিষ্ঠ টেক্সচারে ক্যানভাসে যে স্পর্শকাতরতা ফুটে উঠেছে তা সত্যিই প্রশংসনীয়। এই শিল্পকর্মগুলোতে শিল্পীর দৃষ্টিতে চারপাশের চেনা প্রকৃতিকে ভিন্নরূপে আমরা দেখতে পাই।” স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল বলেন, “এখানে যে ছবিগুলো রয়েছে, তার মধ্যে দুটি ছবি আমার মন কেড়ে নিয়েছে। একটি হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং আরেকটি হলো বীরাঙ্গনাদের নিয়ে আঁকা ছবি। এই দুটি ছবি আমার কাছে মনে হয়েছে অসাধারণ। বাকিগুলো যে অসাধারণ নয়, সেটিও বলছি না।” চিত্রশিল্প আদি একটি শিল্প মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, “ফারজানা ইয়াসমিনের এই প্রদর্শনীর শিরোনাম ‘মিথ অফ নেচার’, মানে হলে প্রকৃতি পুরাণ। প্রকৃতির ইতিহাস তো কত শত বছরের, তা নিশ্চিত করে বলা যায় না। প্রকৃতি এবং পুরাণকে তুলে ধরছে এই প্রদর্শনী।” প্রদর্শনীটি প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।