ড. জামাল নজরুল ইসলামের জন্মবার্ষিকী পালন

2

 

প্রফেসর ইমেরিটাস ড. জামাল নজরুল ইসলামের ৮৩তম জন্মবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যা ৭টায় পরিবেশ উন্নয়ন স্ব-উদ্যোগ ‘আহরণ’-এর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনলাইন সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএসটিসির ভাইস চ্যান্সেলার প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। কবি আবুল মোমেনের শুভেচ্ছা বক্তব্য প্রদানের মধ্য দিয়ে সভা শুরু হয়। আলোচনা উপস্থাপন করেন চ.বি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. অঞ্জন কুমার চৌধুরী। নজরুল সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুপ্রিয়া চৌধুরী। সভায় বিশেষ অতিথি ছিলেন জামাল নজরুল স্যারের দীর্ঘদিনের সান্নিধ্যে থাকা বিশিষ্ট ভৌত বিজ্ঞানী, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক প্রফেসর ড. আবুল মনসুর চৌধুরী, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডীন প্রফেসর রণজিৎ কুমার দে, চুয়েটের গণিতের বিভাগীয় প্রধান প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, বিশিষ্ট বিজ্ঞান বক্তা ও লেখক বিজ্ঞান জার্নাল ‘মহাবৃত্ত’-এর সম্পাদক আসিফ, ডিসকাশান প্রজেক্ট বাংলাদেশ এর অন্যতম উদ্যোক্তা খালেদা ইয়াসমিন ইতি। অনলাইন সভাটির আয়োজক ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিতের সহযোগী অধ্যাপক ড. আবদুল্লাহ্ আল মাহবুব। সভা সঞ্চালনা ও প্রযোজনা করেন যথাক্রমে অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিক ও আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহ্সানুল করিম। বিজ্ঞপ্তি