ডিসি হিলে কোয়ান্টাম ফাউন্ডেশনের মেডিটেশন

50

গত ২৮ মে ডিসি হিল মুক্তমঞ্চে কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের উদ্যোগে শতায়ু অঙ্গন, উজ্জীবন ও ইয়োগা প্রভাতীর সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয় বিশ্ব মেডিটেশন দিবসের অনুষ্ঠান। উল্লেখ্য, গত ২১ মে ছিল বিশ্ব মেডিটেশন দিবস যা বাংলাদেশসহ বিশে^র অনেক দেশে পালিত হয়। অনুষ্ঠানটি সকাল সাতটায় শুরু হয় কোয়ান্টাম মেথডের উদ্ভাবক, প্রশিক্ষক শহীদ আল বোখারীর অডিও শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে। এরপর সাড়ে তিনশ মানুষ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ডিসি হিলের ছায়াঘেরা পরিবেশে ডুবে যায় মেডিটেশনের আত্মনিমগ্নতায়। পরবর্তী পর্বে লেখক ও আবৃত্তিশিল্পী দিলরুবা খানমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের অর্গানিয়ার কো-অর্ডিনেশন এসএম সাজ্জাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগ ট্যুরিষ্ট পুলিশ এর অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ মুসলিম পিপিএম (সেবা)। আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইয়োগা প্রভাতীর সভাপতি এডভোকেট আব্দুর রশিদ, শতায়ু অঙ্গনের কার্যকরী সভাপতি রুস্তম আলী, শতায়ু অঙ্গনের প্রতিষ্ঠাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর। অতিথিরা বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন ব্যায়াম ও ধ্যান প্রচারে বিশেষ ভূমিকা রাখছে, শরীর ও মনকে সুস্থ রাখতে আমাদেরও ব্যায়ামের পাশাপাশি ধ্যান করা দরকার। প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ মুসলিম বলেন, শরীর ও মন পরস্পরের পরিপূরক। শরীরকে ভাল রাখতে যেমন ব্যায়াম করা দরকার, মনকে ভাল রাখতে প্রয়োজন মনের ব্যায়াম। একেই মেডিটেশন নামে চিনি। পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে এখন মেডিটেশন বিষয়ে পাঠদান করা হচ্ছে, সে তুলনায় অনেক সহজে আমরা কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় মেডিটেশন শিখতে পারি ও করতে পারি। সমাপনী বক্তব্যে এসএম সাজ্জাদ হোসেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নিয়মিত মেডিটেশনের মাধ্যমে সুস্থ দেহ প্রশান্ত মন কর্মব্যস্ত সুখী জীবন অর্জনের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান। বিকাল ৫টায় পতেঙ্গা বিচেও মেডিটেশনের আরেকটি সেশন অনুষ্ঠিত হয়। যেখানে কোয়ান্টামের সদস্য ছাড়াও একাত্ম হন সাধারণ দর্শনার্থীরা। বিজ্ঞপ্তি