ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কমিটি

5

 

বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ চট্টগ্রাম জেলা কমিঠি গঠন করা হয়েছে। সরকারি-বেসরকারি খাতে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ১৪৫ সদস্য বিশিষ্ট গঠিত কমিটির আহ্ববায়ক হলেন- চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী মো. নুরুল কবির ও সদস্য সচিব পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ লিমিটেডের (পিজিসিবি) উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলাউদ্দীন চৌধুরী।
চার দফা দাবি আদায়ে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও চট্টগ্রাম জেলার সর্বস্তরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উদ্যোগে গত ১৪ জুলাই অনুষ্ঠিত অনলাইন সভার সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি গঠন করা হয়। দাবিগুলো হলো- ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর হতে কমিয়ে ৩ বছর করার শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাতিল, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ এর জনস্বার্থ বিরোধী ধারাসমূহ সংশোধন, সরকারি-বেসরকারি খাতে কর্মরত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান এবং পলিটেকনিক ইনস্টিটিউটে রাজস্বভুক্ত শিক্ষক স্বল্পতা নিরসন। বিজ্ঞপ্তি