ডায়ানা-চার্লসের বিয়ের কেক উঠছে নিলামে

6

 

৪০ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই যুবরাজ চার্লসের সঙ্গে প্রিন্সেস ডায়ানার বিয়ে সম্পন্ন হয়। সেদিন যে কেক কাটা হয়েছিল প্রাচীন সেই কেকের একটি টুকরো আগামী ১১ আগস্ট উঠছে নিলামে। কেকের টুকরোর পাশে এখনও লেবেল সাঁটা রয়েছে- ‘হ্যান্ডল উইথ কেয়ার, প্রিন্স চার্লস-প্রিন্সেস ডায়ানা’জ ওয়েডিং কেক’। এতদিনের সেই ‘বাসি’ কেক কেমন মূল্যে বিক্রি হবে? লন্ডনের নিলাম সংস্থা ডমিনিক উইন্টারের হিসাব বলছে, ৩০০ থেকে ৫০০ পাউন্ড তো বটেই।
জানা গেছে, ১৯৮১ সালের ওই শুভ দিনে ব্রিটেনের রাজবাড়িতে মোট ২৩টি কেক কাটা হয়েছিল। সেন্টার টেবিলেই ছিল এই পাঁচ ফুট লম্বা ফ্রুটকেক। যে টুকরোটি নিলামে উঠছে, সেটি সেদিন তুলে দেওয়া হয়েছিল রানির কর্মচারী মোয়রা স্মিথকে। আরও অনেকে খেয়েছিলেন সেই কেক। মোয়রা শুধু ওই টুকরোটি অতি যতেœ নিজের কাছে রেখে দেন ২০০৮ সাল পর্যন্ত। পরে এক সংগ্রাহক স্লাইসটি তার থেকে চেয়ে রাখেন নিজের বাড়িতে। নিলামে তোলার জন্য ডমিনিক উইন্টার কর্তৃপক্ষের সঙ্গে ওই সংগ্রাহকই সম্প্রতি যোগাযোগ করেন বলে জানা গেছে। এখন কেমন চেহারা সেই স্লাইসের! এই তো যেন সদ্য নিখুঁতভাবে কেটে আনা হয়েছে। যেমন ছিল, একেবারে তেমনই অবিকল। তবে আবেগের বশে বা ঝোঁকের মাথায় খেয়ে ফেলাটা বোধহয় একদমই ঠিক হবে না। কেননা কেকটি চল্লিশ বছরের বাসি যে!