ডাবুয়া নবদিগন্ত ক্লাবের মাহফিল

5

 

আন্জুমানে খোদ্দামুল মোসলেমীন আবীরের সাবেক সভাপতি এম মনছুর আলম (জিহান) বলেছেন, কীর্তিমানদের রেখে যাওয়া কর্মই তাদের বাঁচিয়ে রাখে। মাওলানা জামাল উদ্দিন হোসাইনী, মাওলানা কলিমুল্লাহ নুরী এবং মাওলানা নূর মোহাম্মদ রেজভী আজীবন দ্বীন ইসলামের খেদমত করেছেন। এ তিন মহান আলেম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের মাধ্যমে নতুন প্রজন্মকে ইসলামী জ্ঞান শিক্ষা দিয়েছেন। তাই তাদের স্মরণ করা আমাদের ঈমানী দায়িত্ব। গত ১০ আগস্ট সংগঠন কার্যালয়ে রাউজান পশ্চিম ডাবুয়া (যুব) নব দিগন্ত ক্লাবের কাউন্সিল অধিবেশন, তিন মহান আলেম মাওলানা জামাল উদ্দিন হোসাইনী, মাওলানা কলিমুল্লাহ নুরী, মাওলানা নূর মোহাম্মদ রেজভীর স্মরণসভা এবং ডাবুয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন চৌধুরীর সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম রেজভী, মাওলানা আবুল বশর মাইজভান্ডারী, সংগঠক এম মনছুর আলম জিহান, মাওলানা বোরহান উদ্দিন সিদ্দিকী, সাবেক সভাপতি মো. জাকির হোসেন, সাবেক সভাপতি মাস্টার শফিউল বশর মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন রকি, মুহাম্মদ সায়মন, মুহাম্মদ হাসান রেযা। কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন। কাউন্সিলে সর্বসম্মতিতে মাওলানা বোরহান উদ্দিনকে সভাপতি ও হাফেজ শাহাদাতকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট পরিষদ গঠন করা হয়। বিজ্ঞপ্তি