জয় দিয়ে আসর শুরু করতে চান সাবিনা-মারিয়ারা

7

স্পোর্টস ডেস্ক

নেপালে বসছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ আসর। আজ বুধবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
পরিসংখ্যান এবং খেলার মান সব দিক থেকে মালদ্বীপের চেয়ে ঢের এগিয়ে বাংলাদেশের মেয়েরা। সাফে এর আগে মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সাক্ষাৎ হয়েছে দুইবার। প্রতিবারই জয় পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শেষবারের দেখায় তাদের ৬-০ গোলে হারিয়েই ফাইনালে উঠেছিল সাবিনার দল। অতীত সাফল্যের কথা বাদ দিয়ে মালদ্বীপের বিপক্ষে ম্যাচটিকে বাড়তি গুরুত্ব দিয়েই দেখছেন দলের কোচ গোলাম রব্বানী ছোটন। তিনি বলেন, ‘আসলে সাফ চ্যাম্পিয়নশিপ উপলক্ষে আমরা ঢাকা থেকে খুব ভালো করে ৬ সপ্তাহের বেশি কঠোর অনুশীলন করে আসছি। মেয়েদের ফিটনেস লেভেল খুব ভালো অবস্থানে আছে। এখানে এসে আমরা ৩ দিন অনুশীলন করেছি। অনুশীলন ভালো হয়েছে।’