জয়িতা সম্মানে ভূষিত রানী প্রভা দস্তিদার

4

 

জয়িতার অন্বেষণে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ ‘সফল জননী হে নারী’ ক্যাটাগরিতে রানী প্রভা দস্তিদারকে বিভাগীয় পর্যায়ে সম্মাননা দিয়েছে। গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিন সম্মাননা পত্র, ক্রেস্ট ও উত্তরীয় হস্তান্তর করেন। প্রয়াত রানী প্রভা দস্তিদারের কন্যা অঞ্জলি দস্তিদার সম্মাননাপত্র গ্রহণ করেন। এদিন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে নির্বাচিত পাঁচজন জয়িতাকে পাঁচ ক্যাটাগরিতে সংবর্ধনা দেওয়া হয়। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।
বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রালয়ের উদ্যোগে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় ২০২০ সালের ‘সফল জননী হে নারী’ ক্যাটাগরিতে এ সম্মাননা পান রানী প্রভা দস্তিদার। উল্লেখ্য, ২০২০ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে মহিলা অধিদপ্তর চট্টগ্রাম জেলা পর্যায়ে এবং ২০২০ সালের ২২ ডিসেম্বর পটিয়া উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা ‘সফল জননী’ সম্মাননা প্রদান করে রানী প্রভাকে। এ সম্মাননা প্রদান করায় প্রয়াত রানী প্রভার সাত কন্যা ও তাদের স্বজনরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারকে এবং চট্টগ্রাম বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। ২০২১ সালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিজ্ঞপ্তি