‘জিম্বাবুয়ে বোর্ডের ওপর সরকার হস্তক্ষেপ করেনি’

22

বোর্ডের ওপর সরকারের নিয়ন্ত্রণের অভিযোগ এনে সর্বশেষ সভায় জিম্বাবুয়ে ক্রিকেটকে অনির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন সিদ্ধান্তে শুধু জিম্বাবুয়ে ক্রিকেটই নয় পুরো ক্রিকেট বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়। জিম্বাবুয়ে ক্রিকেটারদের ক্যারিয়ার এখন হুমকির মুখে। এসব ঘটনার মধ্যেই দেশটির ক্রীড়ামন্ত্রী কির্স্টি কভেন্ট্রি আইসিসির এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
দেশের ক্রিকেটের বর্তমান এই খারাপ সময়ে বিশাল এক টুইটে নিজের ও সরকারের অবস্থান পরিষ্কার করেছেন ক্রীড়ামন্ত্রী। জানিয়ে দিয়েছেন, ক্রিকেট বোর্ডের ওপর সরকার হস্তক্ষেপ করেনি। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের নির্বাচনে এসআরসি বোর্ডের ভূমিকা নিয়েই মূলত এই বিতর্কের জন্ম। আপাতত ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজাতে জিম্বাবুয়েকে ৩ মাসের সময় দিয়েছে আইসিসি। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে দলটি কোনো আইসিসির ইভেন্টে অংশ নিতে পারবে না। তবে দ্বিপক্ষীয় ও ত্রিপক্ষীয় সিরিজ খেলতে পারবে।