জার্মানিকে রুখে দিল তুরস্ক

15

উয়েফা নেশন্স লিগে ইউক্রেনের বিপক্ষে ম্যাচের আগে সম্ভাবনা জাগিয়েও স্বস্তির জয় পেল না ইওয়াখিম লুভের দল। গত মাসে প্রতিযোগিতাটিতে নিজেদের প্রথম দুই ম্যাচে স্পেন ও সুইজারল্যান্ডের বিপক্ষে ড্র করেছিল জার্মানি। নিয়মিত খেলোয়াড়দের কয়েকজনকে ছাড়াই খেলতে নামা জার্মানি এগিয়ে ছিল বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। প্রথমার্ধের শেষ দিকে ভালডসমিটের সুযোগ নষ্টের পর যোগ করা সময়ে উইলিয়ান ড্রাক্সলারের গোলে এগিয়ে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে তুরস্ক। ৫৮তম মিনিটে ফ্লোরিয়ানের গোলে তুরস্কের স্বস্তি উবে যায়। রক্ষণের হাস্যকর ভুলের সুযোগ নিয়ে ৬৭তম মিনিটে ফের ঘুরে দাঁড়ায় তুর্কিরা। গোলের রোমাঞ্চ ছড়ানো ম্যাচে ৮১তম মিনিটে ভালডসমিটের গোলে স্কোরলাইন ৩-২ করে নেয় জার্মানি। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে কেননা কারামানের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে তুরস্ক। আগামী রবিবার নেশন্স লিগের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে জার্মানি।