জাতীয় পুষ্টি সপ্তাহে রামগড়ে নানান আয়োজন

33

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহযোগিতায় ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ প্রতিপাদ্যে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০১৯ উপলক্ষে নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার এ উপলক্ষে সপ্তাহব্যাপি কর্মসূচির উদ্বোধন করা হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে এই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক-উপসড়ক প্রদক্ষিণ করে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচির উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা।
উপজেলা স্যানিটারী পরিদর্শক সুইসাউ মারমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুষ্টিবিদ আবু তাহের। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. রতন খীসার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা আব্দুল মান্নান, চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন। এতে উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি কর্মকর্তা, উপজেলার টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রতিনিধি কুবেন্দ্র লাল ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা- কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ স্থানীয় সাংবাদিক প্রমুখ।
ডা. রতন খীসা এ প্রতিনিধিকে জানান, সারাদেশে ন্যায় ২৩-২৯ এপ্রিল পর্যন্ত রামগড়ে জাতীয় পুষ্টি সপ্তাহ কার্যক্রম চলবে।