ছাত্রদল নেতা সোহেলের ২য় মৃত্যুবার্ষিকী পালন

37

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য চট্টগ্রাম মহানগর ছাত্রদলের য্গ্মু সাধারণ সম্পাদক জালাল উদ্দিন সোহেলের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা গতকাল দুপুর ২টায় নগর ছাত্রদলের কার্যালয়ে নগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। প্রধান বক্তা ছিলেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এম এ আজিজ। যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, সহসাধারণ সম্পাদক সাহেদ বক্স, কেন্দ্রীয় যুবদল নেতা সামশুল হক, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ছাত্রদলের সহসভাপতি জসিম উদ্দিন চৌধুরী, সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, নগর যুবদলের সহসভাপতি মো. নাসিমসহ বিভিন্ন থানা, ওয়ার্ড কলেজ নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, জালাল উদ্দিন সোহেল জাতীয়তাবাদী ছাত্রদলের মেধাবী নেতৃত্বের অনুপ্রেরণা ছিল। দলের ক্রান্তিলগ্নে তার অবদান অনস্বিকার্য। জাতীয়তাবাদী ছাত্রদলকে সামনের আন্দোলন সংগ্রামে এগিয়ে যাওয়ার জন্য জালাল উদ্দিন সোহেলের মত ত্যাগ স্বীকার করতে হবে। গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শাসকগোষ্ঠীর কারাগারে অবরুদ্ধ। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে ৯০’র মত আবার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী বাকশালীয় সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদলকে ঝাঁপিয়ে পড়তে হবে।
প্রধান বক্তা আবুল হাসেম বক্কর বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীকে জালাল উদ্দিন সোহেলের মত আদর্শ ও নিষ্ঠাবান হতে হবে। আন্দোলন সংগ্রামে সক্রীয় ভূমিকা থাকতে হবে। মেধা বিকাশে নতুন কর্মী সংগ্রহে প্রত্যেকটি ক্যাম্পাসে অবস্থান করতে হবে। এ সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ভূমিকা অপরিহার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনে বিপ্লবের চেতনায় নিজেকে আত্মত্যাগ করতে হবে। বিজ্ঞপ্তি