চ্যাম্পিয়নস লিগের সেরার লড়াই নেই মেসি-রোনালদো

12

গত ১০ বছরের কথাই ধরা যাক। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর শ্রেষ্ঠত্বে কেবল একবারই হানা দিতে পেরেছেন লুকা মদরিচ। বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা দুই তারকা সেরা ফরোয়ার্ডের তালিকায় নেই, এমনটা চিন্তাও করা যায় না। তবে এবার অকল্পনীয় দৃশ্যটাই ধরা পড়লো চ্যাম্পিয়নস লিগের সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে। জায়গা হয়নি সময়ের দুই সেরা খেলোয়াড়ের। সেরা গোলকিপার, সেরা ডিফেন্ডার, সেরা মিডফিল্ডার ও সেরা ফরোয়ার্ড- এই চার ক্যাটাগরিতে তিনজন করে খেলায়াড় রেখে তালিকা প্রকাশ করা হয়েছে চ্যাম্পিয়নস লিগের অ্যাওয়ার্ডের জন্য। যেখানে সেরা ফরোয়ার্ডের লড়াইয়ে জায়গা হয়নি মেসি ও রোনালদোর।
মনোনয়ন পেয়েছেন যারা:
সেরা গোলকিপার: মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ), ইয়ান ওবলাক (আতলেতিকো মাদ্রিদ), কেইলর নাভাস (প্যারিস সেন্ত জার্মেই)।
সেরা ডিফেন্ডার: ইয়োশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), ডেভিড আলাবা (বায়ার্ন মিউনিখ), আলফোন্সো ডেভিস (বায়ার্ন মিউনিখ)।
সেরা মিডফিল্ডার: থিয়াগো আলকান্তারা (বায়ার্ন মিউনিখ), টমাস মুলার (বায়ার্ন মিউনিখ), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি)।
সেরা ফরোয়ার্ড: রবার্ত লেভানদোভস্কি (বায়ার্ন মিউনিখ), কিলিয়ান এমবাপ্পে (প্যারিস সেন্ত জার্মেই), নেইমার (প্যারিস সেন্ত জার্মেই)।