চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ইসিতে আরেক প্রার্থীর অভিযোগ

27

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা বারশত ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এম এ কাইয়ুম শাহ এর বিরুদ্ধে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন আরেক চেয়ারম্যান প্রার্থী মো. আমিনুল হক চৌধুরী। গত ২৯ ডিসেম্বর লিখিত এ অভিযোগ দাখিল করা হয়।
অভিযোগে আমিনুল হক চৌধুরী জানান, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে আসার পর আমি ২ বার মেম্বার নির্বাচিত হই। এবার জনতার প্রার্থী হিসেবে আমি নির্বাচনী মাঠে রয়েছি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাইয়ুম শাহ এলাকায় সন্ত্রাসী গ্রুপ দিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। কাইয়ুম শাহ এর আমার সমর্থকদের এলাকা ছাড়া করারও হুমকি দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় সন্ত্রাসীরা এলাকায় এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে।
তিনি অভিযোগে আরও বলেন, ২০১৬ সালে অনুষ্ঠিত ইউপি নির্বাচনেও সন্ত্রাস, হামলা ও গুলি চালিয়ে চেয়ারম্যান পদ দখলে নিয়েছিলেন কাইয়ুম শাহ। এবারও তিনি একই কায়দায় নির্বাচন করতে চাচ্ছেন। এ কারণে ইতোমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভোটারদের মাঝে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন জানানো হয় মো. আমিনুল হক চৌধুরীর পক্ষ থেকে।
তিনি আরো বলেন, কাইয়ুম শাহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী।