চার ব্যবসায়ীর বিরুদ্ধে চসিকের মামলা

37

সপ্তাহের প্রতি সোমবার মাংসবিহীন দিবস ঘোষণা করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
এ দিনে বাজারে গরু জবাই ও মাংস বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধি। তা অমান্য করে মাংস বিক্রি করায় ৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধে মামলা করেছে সিটি কর্পোরেশন। বিষয়টি নিশ্চিত করেছেন চসিকের এস্টেট অফিসার এখলাছ উদ্দিন আহমদ।
তিনি জানান, গত সোমবার লালখান বাজার এলাকায় হাই লেভেল রোড়ের মো. জালাল গরু জবাই করে মাংস বিক্রি করেছেন। এছাড়াও কাজির দেউড়ি কাঁচা বাজারের ব্যবসায়ী আব্দুস সাত্তার, খোকন, কবিরও একই অপরাধ করেছেন।
এ ব্যাপারে সিটি ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি মামলা করা হয়েছে।