চাঁদাবাজ, সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : জেলা প্রশাসক

54

রাঙামাটির রাজস্থলী উপজেলায় মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ।
রাঙামাটি জেলার পুলিশ সুপার আলমঙ্গীর কবির, ডিজিএফআই’র কর্নেল রাঙামাটি শামসুল আলম পিএসসি, কাপ্তাই জোন কমান্ডার লে. কর্নেল তৌহিদুজ্জামান, রাজস্থলী উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, সার্কেল এসপি জুনায়েত কাওছার, রাজস্থলী থানার অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, হেডম্যান, কার্বারি, মেম্বার, চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভার পূর্বে প্রধান অতিথি ভিক্ষুকদের মাঝে চেক প্রদান করেন। প্রধান অতিথি জনগণের কাছে সেবা প্রদানসহ সরকারের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন, পার্বত্য অঞ্চলে সন্ত্রাসী চাঁদাবাজ ও অস্ত্রধারী যে কেউ হোক না কেন তাদের আইনের আওতায় এনে প্রতিহত করতে হবে, যে এলাকায় শান্তি ও উন্নয়ন হবে সেই এলাকায় কোন প্রকার সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না। বর্তমান বাংলাদেশ তথ্য প্রযুক্তির যুগ। ৩৩৩ হেল্প নাম্বারে যোগাযোগ করলে সকল সেবা আপনারা পেয়ে যাবেন।