চবির বন্ধ হলে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

5

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বন্ধ থাকা আবাসিক হলের কক্ষ দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ছাত্র আহত হয়েছেন বলে জানা গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এ.এফ রহমান হলের একটি রুম দখল নিয়ে দীর্ঘদিন ধরে সোহরাওয়ার্দী হলের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। গত বৃহস্পতিবার রাতে বিবদমান দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ের তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বিবদমান ছাত্রলীগের দুই পক্ষ হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগি ভিত্তিক সংগঠন ‘ভিএক্স’ ও ‘একাকার’। আহতরা হলেন, একাকার গ্রুপের মো. সাব্বির ও মো. সীমান্ত। দুজনই প্রথম বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে একাকার গ্রুপের সালেহ আকরাম বাপ্পি জানান, তিনি প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিবেন।
অন্যদিকে ভিএক্স গ্রুপের প্রদীপ চক্রবর্তী বলেন, জুনিয়রদের মধ্যে হাতাহাতি হয়েছে। আমরা বসে বিষয়টা মিটমাট করে দিবো।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভ‚ঁইয়া বলেন, জুনিয়রদের মধ্যে হালকা ঝামেলা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।