চন্দনাইশ পৌরসভায় মিলাদুন্নবী মাহফিল

55

যেখানে আল্লাহু আকবর থাকবে, সেখানে নারায়ে রেসালত থাকবে। আল্লাহর সাথে রাসূলের নাম লেখা বাধ্যতামূলক করে দিয়েছেন আল্লাহ নিজে। রাসূলের স্লোগানকে ফালতু স্লোগান বলায় তথাকথিত বক্তা মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী কুয়াকাটা সঠিক আলেম কিনা সন্দেহ রয়েছে। কেউ যদি মিলাদুন্নবী (দ.) এর বিরুদ্ধে নাজায়েজ কিংবা বেদাত ফতোয়া দেয়, বুঝতে হবে সে ব্যক্তি দুশমনে রাসূলদের অনুসারী। এক কথায় রেসালতের ঝান্ডা উড়াও, মুখোশধারী শয়তান হঠাও।
গত ২৭ নভেম্বর বাদে মাগরিব হতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চন্দনাইশ পৌরসভা ৬নং ওয়ার্ড আয়োজিত দক্ষিণ জোয়ারা হারলা শাহে মদিনা তৈয়্যবীয়া ফোরকানিয়া মাদ্রাসা ময়দানে আয়োজিত মিলাদুন্নবী (দ.) মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি মো.আরমান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা ছিলেন মাওলানা সেকান্দর হোসাইন আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন মাওলানা আবদুল আজিজ রজভী। হাসান মুরাদ পারভেজের সঞ্চালনায় বক্তব্য দেন মো. আলমগীর ইসলাম বঈদী, মাওলানা মুহসীন আহমদ কাদেরী। উপস্থিত ছিলেন মো.আমিনুল ইসলাম রুবেল, মো.খায়ের আহমদ, জাহাঙ্গীর আলম, সিরাজুল ইসলাম কোম্পানী, এনামুল হক, রফিক কোম্পানী, ফজল আহমদ জিহাদী, মাস্টার রফিক আহমদ, নুরুল আলম খোকন, মাসুদুল ইসলাম, শিব্বির আহমদ, এনাম মেম্বার, মাওলানা সাদ্দাম হোসেন, আবদুস ছবুর, মুজিবুল হক, মাওলানা ফরহাদ হোসেন, শাহাদাত কামাল, আরফত হোসেন, নাজিম উদ্দিন, মঈন উদ্দিন, শাহনেওয়াজ লিটন, সাবিত হোসেন রিয়াল, আবদুল করিম, শাকিল প্রমুখ।