চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের সেমিনার

28

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের উদ্যোগে গতকাল ৩১ জানুয়ারি চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সস বিশ^বিদ্যালয়ের এ্যাকুয়াকালচার বিভাগের প্রধান ড. হেলেনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক আয়শা আক্তার। সেমিনারে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি