চট্টগ্রাম চারুকলায় জাতীয় শোক দিবস পালন

53

পূর্বদেশ অনলাইন
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন আয়োজিত দু’দিন ব্যাপী আর্টক্যাম্প আজ সকাল ১০টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনিস্টিউটের শিল্পী রশিদ চৌধুরী আর্ট গ্যালারীতে শুরু হয়েছে। চারুকলার সম্মানিত মুক্তিযোদ্ধা শিক্ষক শিল্পী খাজা কাইয়ুম, শিল্পী সৌমেন দাশ, শিল্পী মোহাম্মদ ইউনুস, শিল্পী মোহাম্মদ মাঈন উদ্দিন, শিল্পী নাজলী লায়লা মনসুর, শিল্পী প্রণব দাশ এবং চারুকলা ইনিস্টিউটের সম্মানিত পরিচালক অধ্যাপক শিল্পী সুফিয়া বেগম, চারুকলা ইনিস্টিউটের অধ্যাপক শিল্পী মোহাম্মদ জসিম উদ্দিন, শিল্পী প্রণব মিত্র চৌধুরী, শিল্পী জাহেদ আলী চৌধুরী যুবরাজ, শিল্পী উত্তম বড়ুয়া, শিল্পী হায়দরি আন্দালুসিয়া, শিল্পী কাজল দেব নাথ, শিল্পী বিজন মজুমদার, শিল্পী মোহাম্মদ মাহবুবুর রহমান, শিল্পী আবেশ কুমার ইন্দু, শিল্পী সন্জিত কুমার রায়, শিল্পী কাজী সুজা উদ্দিন, শিল্পী মিখাইল মোহাম্মদ রফিক, শিল্পী ফজলে রাব্বি, শিল্পী নাসরিন আক্তার নীলা, শিল্পী কানাই লাল মজুমদার, শিল্পী সালাউদ্দিন বাবর, শিল্পী মনোয়ার হোসেন, শিল্পী সুভাষ চক্রবর্তী, শিল্পী উদ্দীপন তালুকদার, শিল্পী দুর্জয় প্রসাদ দাশ, শিল্পী সন্জয় সরকার অক্ষয়, শিল্পী উত্তম কুমার তালুকদার, শিল্পী অরুন কুমার শীল, শিল্পী মেহনুর আক্তার সহ চারুশিল্পী সম্মিলনের সম্মানিত শিল্পীবৃন্দ যৌথভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দু’দিন ব্যাপী এই আর্টক্যাম্পের শুভ উদ্বোধন করেন। আর্টক্যাম্পে অংকিত শিল্পকর্ম নিয়ে আগামী ১৭ আগস্ট বিকাল চারটায় পাঁচদিন ব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। প্রদর্শনী প্রতিদিন সকাল এগারোটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।