চট্টগ্রাম আওয়ামী পরিবারের সভা

35

 

বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে চট্টগ্রাম আওয়ামী পরিবারের উদ্যোগে আওয়ামী পরিবার চট্টগ্রাম কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোতোয়ালী থানা আওয়ামী লীগের সম্পাদকমÐলীর সদস্য দীপক ভট্টাচার্য’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান রোকন। বিশেষ অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সদস্য মাস্টার জসিম উদ্দিন, ওমর ফারুক, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীলিপ কান্তি রুদ্র, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য এড. উজ্জ্বল, প্রকাশ জৈন, আবু বক্কর, উত্তম দাশ, আহমদ কবির, আব্দুর নুর আইয়ুব, যুবলীগ নেতা আফজাল হোসেন, মাঈনুল আলম, শাওন দাশ, কোতোয়ালী থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত ওসমান তানজির, ওয়ার্ড ছাত্রলীগ নেতা সৌরভ দেওয়ানজী, দেবজয় দে, পুজন দে, স্বপ্নীল দাশ, দীপ্ত বিশ্বাস, বাধন নন্দি, দেবরাজ দে, জনি দাশ, আদিব, অর্ক দে প্রমুখ। বক্তারা বলেন, ১৯৮১ সালের ১৭ মে দীর্ঘ ছয় বছরের নির্বাসিত জীবন শেষে স্বদেশের মাটিতে ফিরেন বঙ্গবন্ধুকন্যা। ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যার পর বিদেশে অবস্থান করার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান দুই বোন শেখ হাসিনা এবং শেখ রেহানা। ১৫ আগস্টের ঘটনার পর দিশাহীন বিভক্ত আওয়ামী লীগের ঐক্যের প্রতীক হয়ে বঙ্গবন্ধু কন্যা বাংলার মাটিতে ফিরে আসেন। আওয়ামী লীগ সভাপতির দায়িত্বভার কাঁধে নিয়ে দেশের মাটিতে প্রত্যাবর্তনের পর থেকে এই দীর্ঘ ৪২ বছরের পথচলায় নিজ আলোয় আলোকিত যাত্রার জয়রথ ছুটিয়ে বিশ্বসভায় আজ তিনি বিশ্বনেত্রী। বিজ্ঞপ্তি