চট্টগ্রামে করোনা কিটে ৩৩টি নমুনা পরীক্ষা

49

ঢাকার বাইরে সীতাকুন্ডের বিআইটিআইডিতে করোনা শনাক্ত কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। গত ২৬ মার্চ থেকে চট্টগ্রামে শুরু হয় করোনা শনাক্তের পরীক্ষা।
তিনি বলেন, এখন পর্যন্ত আমরা ৩৩টি নমুনা পরীক্ষা করেছি। এর মধ্যে আজ (মঙ্গলবার) ৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ ছাড়া গতকাল (সোমবার) পর্যন্ত ২৭টি নমুনা পরীক্ষা করা হয়। চট্টগ্রামে করোনা মোকাবিলায় প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়েছে। সিভিল সার্জন অফিসে খোলা হয়েছে একটি নিয়ন্ত্রণ কক্ষ। শুধু তাই নয়; যে সব হটলাইন নাম্বার রয়েছে ওই সব নাম্বারে যোগাযোগ করে সেবা নিতে পারবেন। তা ছাড়া অন্য রোগীদের সুবিধার্থে টেলি মেডিসিন সেবাও চালু করা হয়েছে। খবর বাংলানিউজের