চট্টগ্রামে আরও ২ জনের মৃত্যু শনাক্ত ৬০

9

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২৮ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৫৯ জনের নমুনা পরীক্ষায় ৬০ জনের করোনা পজিটিভ হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯২ জন। গতকাল সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের সরকারি-বেসরকারি ৮টি ও কক্সবাজার মেডিক্যাল কলেজে ৪৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ৬০ জনের করোনা পজিটিভ হয়। এ সময় চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়।
ল্যাবভিত্তিক তথ্যমতে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬৯ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ১৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৪ জন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১০ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা ভাইরাস পাওয়া গেছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১০ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়। নগরীর বেসরকারি শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৪৯ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২৮ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, নতুন সংযোজিত এপিক হেলথ কেয়ার হাসপাতালে ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জন এবং চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৪ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৬ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।