চট্টগ্রামে অনুপস্থিত ১ হাজার ৮৬৪

10

পূর্বদেশ ডেস্ক

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়), বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং তিন বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এসব তথ্য জানিয়েছেন।
জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ১ লাখ ১ হাজার ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৯৯ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিল ১ হাজার ২৯৪ জন। কক্সবাজারে ২৯ টি পরীক্ষা কেন্দ্রে ২২ হাজার ৫২ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ২১ হাজার ৭৫৬ জন এবং অনুপস্থিত ছিল ২৯৬ জন। রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৭ হাজার ৭৩ জনের মধ্যে অংশ নেয় ৭ হাজার ১ জন। অনুপস্থিত ছিল ৭২ জন পরীক্ষার্থী। খাগড়াছড়ি জেলায় ২৩ টি পরীক্ষা কেন্দ্রে ৮ হাজার ১১৬ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ৯৮৭ জন এবং অনুপস্থিত ছিল ১২৯ জন। বান্দরবান জেলায় ১৫ টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৫৮৫ জনের মধ্যে অংশ নেয় ৪ হাজার ৫১২ জন এবং অনুপস্থিত ছিল ৭৩ জন পরীক্ষার্থী। ২১৩ টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষা অনুপস্থিত ছিল ১ হাজার ৮৬৪ জন পরীক্ষার্থী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার তিন বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৬৪ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল। সেই সঙ্গে পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। খবর বাংলানিউজের