চকরিয়ায় রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগার উদ্বোধন

11

 

চকরিয়ায় নবপ্রতিষ্ঠিত ‘রত্নগর্ভা আয়েশা-গোলাম শরীফ গণগ্রন্থাগার’ উদ্বোধন করা হয়েছে। রত্নগর্ভা মা আয়েশা বেগমের ইছালে সওয়াব উপলক্ষে গত শনিবার আয়োজিত জেয়াফত অনুষ্ঠানে বদরখালী ইউনিয়নের ভার্চু স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণের অস্থায়ী কার্যালয় ও পাঠকক্ষে গণগ্রন্থাগার উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান। বিশেষ অতিথির বক্তব্যে বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ এই নতুন গণগ্রন্থাগারটিকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তার আশ্বাস দেন। এক বছরের বেশি সময় আগে ২০২১ সালের ১ জানুয়ারি এই পাবলিক লাইব্রেরিটির পথচলা শুরু হলেও করোনা মহামারির কারণে উদ্বোধনে এই বিলম্ব হয়েছে জানান সভাপতি জয়নাল আবেদীন খাঁন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণগ্রন্থাগারটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক এবং আয়েশা বেগমের কনিষ্ঠ সন্তান মহিউদ্দিন কাদের অদুল। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করে স্ব স্ব কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত রত্নগর্ভা মা আয়েশা বেগম ও তাঁর স্বামী প্রথিতযশা শিক্ষক গোলাম শরীফের ছয় সন্তান ব্যাংকার জিএম গিয়াস উদ্দিন কাদের, চবি প্রফেসর ড. ফরিদুদ্দিন ফারুক, যুক্তরাজ্য প্রবাসী আফতাব উদ্দিন কাদের কাইছার, অগ্রণী ব্যাংকের কর্মকর্তা মো. বাহার উদ্দিন কাদের, স্মার্ট গ্রæপে কর্মরত মার্চেন্ডাইজার সালাহ উদ্দিন কাদের মতিন এবং ঢাকার আবেদীন গ্রুপের সিইও মুহাম্মদ ইমতিয়াজুর রহমান, কক্সবাজারে কর্মরত ইউনিসেফের পুষ্টি কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল মনিরসহ চকরিয়া ও বদরখালীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২০১৪ সালের বিশ্ব মা দিবসে জাতীয় পর্যায়ে রতœগর্ভা সম্মাননায় ভ‚ষিত আয়েশা বেগম গত ২০ জানুয়ারি মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি