চকরিয়ায় বিদ্যুতের তারে জড়িয়ে কিশোরের মৃত্যু

30

চকরিয়ায় মার্কেটের ছাদের উপর খেলা করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে পঙ্কিরাজ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে পৌর সদরের চকরিয়া আবাসিক মহিলা কলেজের সামনে সায়মা প্লাজার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। নিহত পঙ্কিরাজ উপজেলা ফাঁসিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ছাইরাখালী এলাকার সিএনজি চালক কবিল জলদাসের পুত্র। সে পৌর সদরের একটি ঔষধের ফার্মেসিতে চাকরি করতো। এলাকাবাসী সূত্র জানায়, চকরিয়া আবাসিক মহিলা কলেজের সামনে রূপন বাসকের মালিকাধীন ওষুধের ফার্মেসিতে চাকরি করতেন উপজেলা ফাঁশিয়াখালী ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ছাইরাখালী এলাকার সিএনজি চালক কবিল জলদাসের পুত্র পঙ্কিরাজ (১৫)। শুক্রবার সপ্তাহিক ছুটি থাকায় পঙ্কিরাজ তার বন্ধুদের নিয়ে ফার্মেসি সংলগ্ন সায়মা প্লাজার তৃতীয় তলায় ক্রিকেট খেলা করছিলো। এ সময় হঠাৎ সায়মা প্লাজার পার্শ্ববর্তী ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে পঙ্কিরাজ। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের লোকজন গুরুতর আহত অবস্থায় পঙ্কিরাজকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সাইফুল হাসান বলেন, চকরিয়া পৌর শহরের সায়মা প্লাজার ছাদের উপর এক কিশোর বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পঙ্কিরাজকে মৃত ঘোষণা করেন।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এ কে এম সফিকুল আলম চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত স্থানে থানার উপপরিদর্শক (এস আই) মো. ইসমাইল হোসেন পাঠানো হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার পর এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।