চকরিয়ায় আইএসডিই’র টাউন হল মিটিং অনুষ্ঠিত

7

আইএসডিই বাংলাদেশ এর উদ্যোগে কভিড-১৯ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নীতিনির্ধারকদের টাউন হল মিটিং ২২ সেপ্টেম্বর চকরিয়া উপজেলা পরিষদ হলরুমে আইএসডিই কর্মসূচি সমন্বয়কারী জাহাংগীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, আলোচক ছিলেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিক্যাল অফিসার ডা. সাকিব আল রাশিক, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবদুল মতিন, চকরিয়া সহকারী উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা মো. নুরুল আনোয়ার। আলোচনায় অংশ নেন ওছমান গণি, এরফানুল কবির, খাইরুল আলম, মো. এরফানুল কবির, মামুনুল ইসলাম, সাহাব উদ্দিন, ছরওয়ার কামাল, রাশেদুল হাসান, রেজাউল করিম, বিজন কুমার বিশ্বাস, মুজিবুর রহমান, জালাল উদ্দীন, সুধীর চন্দ্র দাশ, আবদুল্লাহ মো. ফাহিম প্রমুখ। বক্তরা কোভিড সংক্রমণ রোধে ভ্যাকসিন গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে বলেন, চকরিয়া উপজেলায় ১ম ও ২য় ডোজ কোভিড টিকা গ্রহণের হার ৭০% হলেও ৩য় ডোজ গ্রহণের হার এখনও ২০% এর কাছাকাছি। সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি টিকা গ্রহণ জরুরি। সরকারের কাছে বিপুল পরিমাণ টিকা মজুদ আছে। সভায় সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, বেসরকারি স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ মোট ৩২ জন অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি