গ্যাস সিলিন্ডার গোডাউনকে ২ লাখ টাকা জরিমানা

15

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও ক্রস ফিলিংয়ের অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার।
গতকাল বুধবার উপজেলার মধ্যম চন্দনাইশ এলাকার মৃত আমির আহমদের ছেলে আবছার উদ্দিনের সিলিন্ডার গোডাউনে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।এ সময় ২শ’ অবৈধ সিলিন্ডার জব্দ করে সেগুলো নিলামে বিক্রি করে ভ্যাট ও করসহ ৩০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাছরীন আক্তার বলেন, বেশ কিছুদিন ধরে একটি অসাধু চক্র চন্দনাইশ উপজেলায় লাইসেন্সবিহীন অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে আসছিলো এবং লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বিক্রি করছিল। এসব ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার যেকোন সময় বিস্ফোরিত হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া প্রায় সময় সিলিন্ডারগুলোতে ওজনের কম দেওয়া এবং বেশি মূল্যে বিক্রির অভিযোগ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় আবছার উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করে ২শ’ সিলেন্ডার জব্দ করে তা সাথে সাথে নিলামে দেয়া হয়।