ক্রিকেটকে বিদায় বলে দিলেন ওয়াটসন

7

সোমবার থেকেই শোনা যাচ্ছিল, সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে ফেলেছেন শেন ওয়াটসন। অজি এই অলরাউন্ডারের সেই খবর আনুষ্ঠানিক রূপ পেলো মঙ্গলবার। নিজের ফেসবুকে ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, অবসর নেওয়ার এটাই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটকে ৪ বছর আগে বিদায় দেওয়া ওয়াটসন বলেছেন, ‘আমি সত্যিকার অর্থেই ভাগ্যবান, নিজের স্বপ্নকে বাস্তবে রুপ দিতে পেরে এবং পরে আরও অনেক কিছু অর্জন করতে পেরে।’
মঙ্গলবার সেই ভিডিও বার্তায় ওয়াটসন আরও বলেছেন, ‘আমার মনে হয়েছে অবসরের এটাই সঠিক সময়। যখন জানলাম, প্রিয় চেন্নাই সুপার কিংসের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছি। তখন ভেবে দেখলাম, দীর্ঘ সময়ে এত ইনজুরির পরও ৩৯ বছর পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারায় আমি সৌভাগ্যবান।’ ওয়াটসন চেন্নাইয়ের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২৯ অক্টোবর। সেদিন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল তার দল। তবে তিনি অবসরের সিদ্ধান্তের কথা ম্যানেজমেন্টকে জানিয়েছেন গত রবিবার। যেদিন তার দল কিংস ইলেভেন পাঞ্জাবের মুখোমুখি হয়েছিল। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া ওয়াটসন অজিদের হয়ে জিতেছেন দুটি বিশ্বকাপ, ২০০৭ ও ২০১৫ সালে। এছাড়া ২০১২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়েছেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়। অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলা ওয়াটসনের আন্তর্জাতিক রান ১০ হাজার ৯৫০।