কোয়ালিটি স্বাধীনতা দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

65

ক্রীড়া প্রতিবেদক

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত অনূর্ধ্ব-১৮ টি-২০ টুর্নামেন্ট গতকাল কোয়ালিটি স্টেডিয়ামে শুরু হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস)র সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য, কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের চেয়ারম্যান, সানোয়ারা গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং কোয়ালিটি স্কুল অব ক্রিকেটের পরিচালক কামরুল হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস, সিজেকেএস সহ-সভাপতি হাফিজুর রহমান।
উদ্বোধনী দিনে দুটি খেলার নিষ্পত্তি হয়। প্রথম খেলায় ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৩১ রানে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাবকে হারিয়ে শুভসূচনা করে। টস জিতে ব্রাদার্স ক্রিকেট একাডেমি আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে।
জবাবে বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৮ উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। বিজয়ী দলের মাহবুব আলম ২১ বলে ৪১ রান ও ৩ উইকেট নেয়ার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন সিজেকেএস কাউন্সিলর সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল।
২য় খেলায় মিলিনিয়াম ক্রিকেট একাডেমি বনাম ৬২ রানে আন্ডার ডগসকে পরাজিত করে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নেয়। টস জিতে মিলিনিয়াম ক্রিকেট একাডেমি ১৬ ওভারে ৬ উইকেটে ১৩৮ রান সংগ্রহ করে। জবাবে আন্ডার ডগস ১৫.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়। বিজয়ী দলের সাকিব ১৭ বলে ৩৯ রান করার সুবাদে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তাকে পুরস্কৃত করেন সিজেকেএস যুগ্ম সম্পাদক মশিউর রহমান। টুর্নামেন্টের পরবর্তী খেলা শুরু হবে ১৬ মাচ থেকে।