কেটির ঐতিহাসিক জয়

56

নিয়মটা অস্ট্রেলিয়ান ওপেনে এবারই প্রথম চালু হয়েছে। ফাইনালে সেটে গেম পয়েন্ট ৬-৬ হয়ে গেলে সুপার টাই-ব্রেকারে গড়াবে ম্যাচ। ৭ পয়েন্টের বদলে ১০ পয়েন্টের লড়াই হবে তখন। এ নিয়মে প্রথম ম্যাচ জিতে ইতিহাস গড়লেন যুক্তরাজ্যের কেটি বোল্টার। মেলবোর্ন পার্কে গতকাল (সোমবার) থেকে শুরু হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড। ব্রিটেনের ‘নম্বর টু’ তারকা কেটি তিন সেটের লড়াইয়ে রাশিয়ার একাতেরিনা মাকারোভাকে হারিয়ে ওঠেছেন দ্বিতীয় রাউন্ডে। প্রথম সেটে ৬-০ গেমে জেতেন ২২ বছর বয়সী কেটি। পরের সেটে ৬-৪ গেমে জিতে ঘুরে দাঁড়ান মাকারোভা। তৃতীয়, অর্থাৎ ফাইনাল সেটে জমে ওঠে লড়াই। একসময় ৬-৬ হয়ে যায় গেম পয়েন্ট। শেষতক অবশ্য ১০-৬ পয়েন্টে কেটিই হাসেন জয়ের হাসি।
ইনজুরি ফেরত নাদালের জয় : অস্ট্রেলিয়ান ওপেনে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছেন রাফায়েল নাদাল। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে জেমস ডাকওয়ার্থকে ৬-৪, ৬-৩ ও ৭-৫ সেটে হারান এই স্প্যানিশ কিংবদন্তি। গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র ওপেনের সেমিফাইনালে চোটের কারণে সরে দাঁড়ানোর পর নাদাল আর কোনো ম্যাচ খেলেননি। তবে এতদিন পরে ফিরেই জয় পাওয়াটাকে সৌভাগ্যের মনে করছেন নাদাল, দীর্ঘ কয়েকমাস পরে ফেরাটা সহজ ছিল না। বিশেষ করে এমন একজন খেলোয়াড়ের বিপক্ষে যে কিনা বেশ আক্রমণাত্মক।