কার্ডিফকে হারিয়ে আবারও শীর্ষে লিভারপুল

26

একদিনের ব্যবধানে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে অদল-বদল হলো। ম্যানসিটিকে পেছনে ফেলে এক নম্বর স্থান পুনরুদ্ধার করলো লিভারপুল। রবিবার কার্ডিফ সিটির মাঠে ২-০ গোলে জিতেছে তারা। সিটিজেনদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে থাকলো ইয়ুর্গেন ক্লপের দল। ৩৫ ম্যাচে ৮৮ পয়েন্ট লিভারপুলের। ম্যানসিটি ৩৪ ম্যাচ খেলে ৮৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। প্রথমার্ধে সুযোগ নষ্টের মহড়ায় গোলের দেখা পায়নি লিভারপুল। ম্যাচে গোলের দেখা পেতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে। ৫৭ মিনিটে ট্রেন্ট আলেক্সান্দার আর্নল্ডের কর্নার থেকে বল একবারে পায়ে পান জর্জিনিও উইনালডাম, দুর্দান্ত ভলিতে লিভারপুলকে এগিয়ে দেন তিনি। ৬১ মিনিটে ক্রসবারের উপর দিয়ে বল মেরে ব্যবধান দ্বিগুণ করতে পারেননি অধিনায়ক জর্ডান হেন্ডারসন। অবশ্য খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে সালাহকে চ্যালেঞ্জ করে বক্সের মধ্যে ফেলে দেন মরিসন। পেনাল্টি দিতে দ্বিধান্বিত হননি রেফারি। স্পট কিক থেকে ডান পায়ের বুলেট গতির শটে ২-০ করেন জেমস মিলনার। ইনজুরি সময়ে সালাহর শট ঠেকিয়ে ব্যবধান আর বাড়তে দেননি এদারিজ। দিনের আরেক ম্যাচে ৫ গোলের থ্রিলারে আর্সেনালকে তাদের মাঠে হারিয়েছে ক্রিস্টাল প্যালেস। ৩-২ গোলে জিতে গানারদের সেরা চারে থাকার আশায় বড় ধাক্কা দিলো তারা। ৩৪ ম্যাচ শেষে ৬৬ পয়েন্ট নিয়ে চারেই আছে আর্সেনাল। কিন্তু চেলসি (৬৬) ও ম্যানইউ (৬৪) তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে।