কাপড়ের রংয়ে চট্টলা ঘি! বাঁশখালীতে জরিমানা

9

নিজস্ব প্রতিবেদক
কাপড়ের রং ব্যবহার করে ঘি তৈরির অভিযোগে একটি কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকিরাবাজারের দক্ষিণ পাশে নাসির ম্যানসনে এ অভিযান চালান সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।
অভিযানে প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়ার পাশাপাশি দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মো. নাসির তার দুইতলা ভবনে চট্টলা ব্র্যান্ডের কারখানা খুলে দীর্ঘদিন ধরে ঘি বাজারজাত করে আসছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান বলেন, কাথরিয়া ইউনিয়নের নাসির ম্যানসনে চট্টলা ঘি কারখানায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই সময় ডালডা, পামওয়েল, কাপড়ের রং ব্যবহার করে গাওয়া ঘি, ভেজিটেবল ঘি, পায়েসের পাউডার তৈরি, প্রক্রিয়াজাতকরণ ও বিক্রির দায়ে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। একই সাথে প্রতিষ্ঠানটির পরিচালককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।