কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার

48

অপরূপ কাপ্তাইয়ের বন-জঙ্গল, নদী, বন্যপ্রাণীসহ প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর ভূয়াসী প্রশংসা করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল.আর.মিলার। বুধবার ইউএসএইড, ইউএনডিপি, এনজিও, ও বন বিভাগের (এএনআর) বনের উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসে রাঙামাটি দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের আওতাধীন ব্যাঙছড়ি বনে রাষ্ট্রদূত নিজ পায়ে হেঁটে তা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে রাষ্ট্রদূত কাপ্তাইয়ের রূপে মুগ্ধ হওয়ার বিষয়টি উপস্থিত সাংবাদিকদের জানান।
এসময় রাষ্ট্রদূতসহ ১০ সদস্যের একটি দল কাপ্তাই সদর রেঞ্জের বন্যহাতির বিচরণক্ষেত্র, ব্যাঙছড়ি বন বিভাগের এএনআর কর্তৃক সৃজিত বাগানসহ বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। তারা ব্যাংঙছড়ি প্রকল্পের স্থানীয় জনসাধারণের সাথে কথা বলেন এবং উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (এউএনডিপি), পরিবেশ ও বন মন্ত্রণালয়,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রামে ওয়াটারশেড, কো-ম্যানেজমেন্ট আ্যাকটিভিটি (সিএইচটিডব্লিইসিএ) ৬ বছর মেয়াদী
(২০১৩-২০১৯) প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৮০.২ মিলিয়ন ইউএস ডলার। কাপ্তাইয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতের সহধর্মিণী মিসেল এডেলম্যান, ইউএস আইডির প্রধান পরিচালক ডেরিক ব্রাউন, সিএফ ছানাউল্লা পাটোয়ারী, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল, সহকারী বন সংরক্ষক নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সাজেদুল আলমসহ বিভিন্ন কর্মকর্তাগণ।পরিদর্শনকালে রাষ্ট্রদূত ব্যাঙছড়ির প্রজেক্ট এলাকার সুবিধাভোগীদের সাথেও কথা বলেন।