কর্মহীনদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

9

 

লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন আল সাদাত দোভাষ পিএমজিএফ, এর ‘মানবতায়, মানবসেবায়’ ডাকে সাড়া দিয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাই ও লায়ন্স ক্লাব অব চিটাগং সিটি এর যৌথ পরিচালনায় করোনায় কর্মহীন মানুষদের জন্য চলমান খাবার বিতরণ কর্মসূচির চলমান আয়োজনে গতকাল প্রধান অতিথি লায়ন দোভাষ বলেন, এদেশের প্রতিটি মানুষই মানবসম্পদ। কোন সম্পদকে হারানো যাবে না। প্রতিটি মানুষকে সুরক্ষার পাশাপাশি তার পরিবারকে বাঁচাতে হবে। পরিবার বাঁচলে বাঁচবে সমাজ। সমাজ বাঁচলে বাঁচবে গোটা মানবসম্পদ। কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর প্রথম জেলা ভাইস গভর্নর লায়ন সামসুদ্দিন আহমদ সিদ্দিকী পিএমজিএফ, লায়ন্স জেলা সচিব লায়ন আশরাফুল আলম আরজু এমজেএফ, সিনিয়র লায়ন লিডার ও জোন চেয়ারপারসন এবং লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লু স্কাই এর গার্ডিয়ান লায়ন গাজী মো. শহীদুল্লাহ এমজেএফ, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন, জোন চেয়ারপারসন ও ডিস্ট্রিক্ট লায়ন লিডার লায়ন কাজী ইকবালুর রহমান নাদিম, লায়ন্স ক্লাব অব চিটাগং ব্লুস্কাই এর সভাপতি লায়ন শিমুল দত্ত, লায়ন কাজী সাইদুল ইসলাম জনি, এসআই অর্ণব বড়ুয়া, চসিক কর্মকর্তা সাহেদুল আলম, লায়ন মাঈদ উদ্দিন মাইনু, লিও আফিফা ইসলাম, লিও আতিক শাহরিয়ার সাদিফ, লিও ইসমাঈল বিন আজিজ আলভী, লিও মো. আব্দুল বাসেত ভুইয়ান, লিও রাফিদ মো. আহনাফ, লিও মুহাম্মদ আবু তাকিব, লিও পল্লব বড়ুয়া, লিও আবু হানিফ মোহাম্মদ নোমান প্রমুখ। বিজ্ঞপ্তি