করোনা মোকাবিলায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে : মেয়র

52

প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি সভা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। গতকাল মঙ্গলবার দুপুরে টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, সচিব মোহাম্মদ আবু শাহেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সাইফুদ্দিন, সিটি মেয়রের একান্ত সচিব মো. আবুল হাসেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মো. শফিকুল মান্নান সিদ্দিকী, উপ প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি মেয়র বলেন, করোনা এক ধরনের সংক্রামক ভাইরাস। পৃথিবীর বেশ কয়েকটি দেশে বর্তমানে কোভিড-১৯ (মার্স ও সার্স সমগোত্রীয় করোনা ভাইরাস) এর সংক্রমণ দেখা যাচ্ছে। এ থেকে আমরাও মুক্ত নই। তবে এটি নিয়ে আতঙ্কের কিছু নেই। সরকার পর্যাপ্ত ব্যবস্থা রেখেছে এটি মোকাবেলায়। ভাইরাসের লক্ষ্যণ দেখা দিলে দ্রুততার সাথে যে কোনো সরকারি স্বাস্থ্য কেন্দ্রসহ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত জেনারেল হাসপাতাল, মেমন মাতৃসদন হাসপাতালসহ ওয়ার্ডভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রসমূহে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহবান জানান সিটি মেয়র। তিনি করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুসরণে আহব্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের এই পরিস্থিতি মোকাবেলার সামর্থ্য রয়েছে। সরকার এ বিষয়টি ২৪ ঘন্টা পর্যবেক্ষণ করছে এবং এ ক্ষেত্রে যে কোনো সমস্যা সমাধানের জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে।