‘করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার বাড়াতে হবে’

17

রাঙামাটি প্রতিনিধি

বিদ্যুৎ সাশ্রয় হতে রাঙামাটি জেলাবাসীকে আহবান জানানো হয়েছে। সম্প্রতি রাঙামাটি জেলা আইন শৃঙ্খলা সভায় এ আহব্বান জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়াও সভায় জেলার আইনশৃঙ্খলা বজায়, সন্ত্রাস ও নাশকতা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাক্সের ব্যবহার বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। এসব বিষয়ের উপর সবাইকে বেশী বেশী সচেতন হতে বলা হযেছে। রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় পুলিশ সুপার মীর মোদাছছের হোসেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজি মো. কামাল উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা, মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা মো. সাইফুল ইসলাম, আইনশৃঙ্খলা কমিটির সদস্য সুনীল কান্তি দে, নুরুল আবছার, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, বিদ্যুৎ সাশ্রয়, পর্যটনের সুন্দর্য বৃদ্ধি, মাক্স ব্যবহারসহ সকল বিষয়ে উপর গুরুত্বরোপ করা হয়েছে।