করোনার কোপে ফুটবল ছাড়তে চেয়েছিলেন কাভানি!

7

মহামারী করোনাভাইরাসের প্রকোপ কমে এসেছে। ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে পৃথিবী। তবে ভাইরাসটির কারণে কয়েক মাস আগের পৃথিবী ছিল অন্য রকম। লাশের সংখ্যা আর স্বজন হারানোর আর্তনাদে ভারি হয়ে উঠেছিল চারপাশ। মৃত্যু আতঙ্ক গ্রাস করেছিল পুরো বিশ্বকে। করোনার প্রকোপ সবচেয়ে বেশি পড়েছে ইউরোপ-আমেরিকায়। এডিনসন কাভানি বলছেন মার্চ, এপ্রিল, মে মাসের সেই কঠিন সময়টাতে ফুটবল ছেড়ে গ্রামে চলে যাওয়ার চিন্তাও নাকি করেছিলেন তিনি। মঙ্গলবার নতুন গন্তব্য সম্পর্কে জানতে কাভানির মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনার একটি রেডিও।