করোনার কারণে টানেলের কাজে বিঘ্ন ঘটবে না

47

করোনা ভাইরাসের জন্য কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের (কর্ণফুলী টানেল) কাজে সময়ক্ষেপণ হবে না বলে আশ্বস্ত করেছেন সেতুমন্ত্রী ওবায়দুর কাদের।
গতকাল রোববার বঙ্গবন্ধু টানেল প্রকল্প কাজের অগ্রগতি পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এ আশ্বাস দেন।
সেতুমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু টানেল প্রকল্প প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রধিকারমূলক প্রকল্প। এ প্রকল্পের কাজ তার নিজস্ব গতিতে এগিয়ে চলছে। করোনা ভাইরাসের জন্য এখন পর্যন্ত এ প্রকল্পের কাজের কোনো ধরনের সময়ক্ষেপণ হচ্ছে না। এ প্রকল্পে ২৯৩ জন চীনা নাগরিক কর্মরত রয়েছেন। এর মধ্যে ৭২ জন ছুটিতে গেছেন। ইতোমধ্যে ৪৫ জন ফিরে এসেছেন এবং কোয়ারেন্টাইন শেষ করে ২৭ জন কাজে যোগদান করেছেন।
মন্ত্রী বলেন, নদী বোরিং এর কাজ ১২২৮ মিটার শেষ হয়েছে। এখন পর্যন্ত মূল প্রকল্পের ৫১ শতাংশ কাজ শেষ হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে টানেলটি আগামী ২০২২ সালে যান চলাচলের উপযোগী হবে।
আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, পার্টির জেনারেল সেক্রেটারি হিসেবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমার সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। চট্টগ্রামে নির্বাচন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ বিষয়টা দেখবেন। সমস্যা মনে হলে তারাই সমাধান করে দিবেন। চট্টগ্রামের নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয় চট্টগ্রামেই সমাধান হবে।
এসময় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য মোসলেম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহম্মদ আনিসুর রহমান, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-প্রচার সম্পাদক মো. আমিনুল ইসলাম আমিন, বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো. হুরুন অর রশিদ চৌধুরী, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দর চৌধুরী (বাবুল), বিএমএ’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়বসহ প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।