করোনার কারণে আপাতত বন্ধ রোনালদোদের লিগ

29

ইউরোপিয়ান ফুটবলে যে শীর্ষ পাঁচটি দেশ দাপট দেখায়, তার মধ্যে ওপরের সারিতে রয়েছে ইতালি। তবে বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে কাঁপছে দেশটি। ফলে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছে না ইতালির সরকার। তাইতো আগামী ৩ এপ্রিল পর্যন্ত ইতালির সকল খেলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জিসেপ্পে কোন্তে। এই খেলার মধ্যে রয়েছে আবার ইতালির সর্বোচ্চ ফুটবল লিগ সিরি’আ। যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো, পাওলো দিবালার মতো তারকা ফুটবলাররা খেলেন। যদিও সিরি’আ আগেই বলে রেখেছিল, ৩ এপ্রিল পর্যন্ত তারা সব ম্যাচ ‘ক্লোজড ডোর’ বা দর্শক ছাড়াই খেলবে। ইতালিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। শুধু একদিনেই মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।
খবরে বলা হয়, সোমবার ইতালিতে নতুন করে ১ হাজার ৭৯৭ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এদিন মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা ৪৬৩। কোভিড-১৯ এর প্রাদুর্ভাব বন্ধ করতে ভ্রমণে বিধিনিষেধসহ গোটা দেশে জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে কোন্তে বলেন, আক্রান্তের সংখ্যা ও মৃত্যু দ্রুত বাড়ছে।